ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

ব্যাটিং ছাড়াই দলে অনেক অবদান রাখেন লিটন দাস

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৬:৩৪, ৬ মে ২০২৪

ব্যাটিং ছাড়াই দলে অনেক অবদান রাখেন লিটন দাস

ফাইল ছবি

ব্যাটিংয়ে রান পাচ্ছেন না লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে তো বটেই, বছর তিন সংস্করণে খেলা ১১ ইনিংসের একটিতেও ফিফটি নেই তার। তবে রানখরায় থাকলেও লিটন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে এমন অনেক অবদান রাখেন, যা দূর থেকে চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। এই কোচের বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপেই অবিশ্বাস্য পারফরম্যান্স করবেন লিটন।

সোমবার ( মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোথাস। লিটনের ব্যটিংব্যর্থতাকে তিনি দেখছেন দৃষ্টিভঙ্গির ভিন্নতা হিসেবে।

পেথাস বলেন, আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস আমাদের অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোনো সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলে অনেক কিছু যোগ করছে। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে যে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন, তার থেকে অনেক বেশি সে দলে অবদান রাখছে।

মেসেঞ্জার/হাওলাদার

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768