ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

অপরাধী আত্মীয় হলেও ছাড় নয় : পলক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:৩৬, ১৯ এপ্রিল ২০২৪

অপরাধী আত্মীয় হলেও ছাড় নয় : পলক

ছবি : সংগৃহীত

অপরাধী আত্মীয় হোক বা দলীয় নেতকর্মী হোক, কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেলোয়ারের অপহরণ ও মারপিটের ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। ভবিষ্যতে কেউ কারো পরিচয় ব্যবহার করে দল বা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেজন্য কঠোর দৃষ্টান্ত তৈরি করতে চাই।

মন্ত্রী আরও বলেন, নির্বাচক নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে মন্ত্রী, এমপিদের স্বজনদের বিশেষ সুবিধা দেওয়া হবে না। আমি এটি আমার নির্বাচনি এলাকায় সবাইকে জানাচ্ছি। আমি নির্বাচনি এলাকায় তফসিলকে সম্মান জানিয়ে সেখানে যাচ্ছি না। আমি চাই যারা এ হামলা চালিয়েছে তারা দ্রুত গ্রেফতার হোক।

এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেনের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ নেন প্রতিমন্ত্রী।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700