ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নিজস্ব পণ্য,বাংলাদেশেরই থাকবে : শিল্পমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ এপ্রিল ২০২৪

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নিজস্ব পণ্য,বাংলাদেশেরই থাকবে : শিল্পমন্ত্রী

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল শাড়ি আমাদের নিজস্ব পণ্য। এটা আমাদেরই থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে ভৌগোলিক নির্দেশিকা (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেয়েছি। অন্য একটি দেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে আগ্রহ থাকতে পারে

পেটেন্ট, শিল্প নকশা টেডমার্কস অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। আরো উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, পেটেন্ট শিল্প নকশা টেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মনিম হাসান। অনুষ্ঠানে ১৪টি পণ্যের সনদ দেওয়া হয়। নিয়ে মোট ৩১টি পণ্যের জিআই সনদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেসব পণ্য জিআই সনদ পেয়েছে এবং অপেক্ষমাণ আছে পণ্যগুলোর কয়েকটি শত বছর, কয়েকটির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। তাই ইচ্ছে করলেই নকল করা যাবে না। যুগের পর যুগে এসব পণ্যের ব্যবহার করে গেছি আমরা।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700