ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

নীলফামারীতে শিক্ষক বরখাস্ত, শিক্ষিকাকে বদলি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ২০ মার্চ ২০২৪

আপডেট: ২০:০৭, ২০ মার্চ ২০২৪

নীলফামারীতে শিক্ষক বরখাস্ত, শিক্ষিকাকে বদলি

ছবি : মেসেঞ্জার

নীলফামারী ডিমলা উপজেলা গয়াবাড়ী শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সেই সাথে নারী কেলেঙ্কারীতে জড়িত একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাসলিয়া আক্তারকে অন্যথায় বদলি করা হয়েছে।

গত ১৬ মার্চ ডেইলি মেসেঞ্জারে “নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে নানান মামলা, নেই বিভাগীয় ব্যবস্থা” শিরোনামে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ওই শিক্ষক ও নারী কেলেঙ্কারীতে জড়িত সহকারি শিক্ষিকাকে বদলীর আদেশ জারি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিকী।

আদেশে বলা হয়েছে, ১৬ মার্চ হতে সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নং আইন) এর ৩৯(২) ধারা অনুযায়ী চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি, সাময়িক বরখাস্তকালীন সময়ে বি-এস-আর-পার্ট ১এর ৭১ বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবে।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিকী বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সকল প্রমাণাদির ভিত্তিতে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি মহা-পরিচালক বরাবর প্রেরণ করেছি।

মেসেঞ্জার/রিপন/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700