ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

বগুড়া সেনানিবাসে ৭ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

বগুড়া ব্যুরো 

প্রকাশিত: ১৬:০৯, ২৪ মার্চ ২০২৪

বগুড়া সেনানিবাসে ৭ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

এরিয়া সদর দপ্তর বগুড়া এর সার্বিক তত্ত্বাবধানে সিগন্যাল ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ এর রোববার (২৪ মার্চ) উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহান স্বাধীনতা জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এই সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন যুদ্ধ সক্ষমতার যাবতীয় সরঞ্জামাদি, পদাতিক অস্ত্র, ক্ষেপনাস্ত্র, অত্যাধুনিক ট্যাংক, আর্টিলারি গান, ইঞ্জিনিয়ারর্স, সিগন্যালস, এএসসি, এএমসি, অর্ডন্যান্স, ইএমইসহ বিভিন্ন কোরের আধুনিক সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। সময় প্রধান অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য দেশমাতৃকার সেবায় বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।

সেই সাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেন। সশস্ত্র বাহিনী কর্তৃক আয়োজিত এই সমরাস্ত্র প্রদর্শনী সামরিক বেসামরিক প্রশাসনের মেলবন্ধন দেশের সাধারণ জনগণের সাথে সশস্ত্র বাহিনীর সম্পক আরও দৃঢ় করবে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া এবিয়ার বগুড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, বগুড়া এরিয়ার বিভিন্ন পদবীর সেনা অফিসার, জুনিয়র অফিসার, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমন্ত্রিত উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আলমগীর/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700