ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

জমি রেজিস্ট্রির আগে বাবার মৃত্যু, কবরে শুয়ে দাফনে বাধা ছেলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২৯ মার্চ ২০২৪

জমি রেজিস্ট্রির আগে বাবার মৃত্যু, কবরে শুয়ে দাফনে বাধা ছেলের

ছবি: সংগৃহীত

জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগে বাবার মৃত্যু হলে তার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা সৃষ্টি করেন তারই ছেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

শুক্রবার (২৯ মার্চ) নীলফামারী সদরের চাপড়া যাদুরহাট বাটুলটারি গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বার্ধক্যজনিত কারনে শুক্রবার ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২) সংসারে তার দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি।

অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী নওশাদ আলীকে মৌখিকভাবে তিন শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই তার (মজিবুর রহমান) মৃত্যু হয়।

মৃত্যুর আগে তিন ছেলেকে মৌখিকভাবে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় লাশ আটকে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী। স্বজনরা অনেক চেষ্টা করে সে কাজ থেকে তাকে নিবৃত্ত করতে না ফেরে পুলিশে খবর দেন। পরে পুলিশের হস্তক্ষেপে অন্যত্র দাফন করা হয় মজিবুর রহমানকে।

স্থানীয় চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য মাহাবুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে থানায় বিষয়টি জানালে পুলিশের হস্তক্ষেপে মৃত মজিবুরের দাফনকার্য সম্পন্ন হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম বলেছেন, ‘স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবরে শুয়ে থাকা নওশাদ আলী কবর থেকে উঠে পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহযোগিতায় অন্যত্র কবর খুঁড়ে পুলিশের উপস্থিতিতে মজিবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700