ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

ঈদযাত্রা স্বস্তি করতে খুলে দেওয়া হলো ৩ ওভারপাস এক সেতু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ৬ এপ্রিল ২০২৪

ঈদযাত্রা স্বস্তি করতে খুলে দেওয়া হলো ৩ ওভারপাস এক সেতু

ছবি : মেসেঞ্জার

ঈদযাত্রা স্বস্তি করতে উত্তরবঙ্গের ঘরমুখী মানুষেরা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের পাঁচিলা ওভারপাস, মুলিবাড়ি ওভারপাস, দাদপুর ওভারপাস দাতিয়া সেতু।

বর্তমানে ওই ওভারপাসের ওপর দিয়ে ঈদে ঘরমুখো যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করবে।

শনিবার ( মার্চ) দুপুরের দিকে ভার্চুয়াল মাধ্যমে ওভারপাসগুলো উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সাসেক- প্রকল্পের মাধ্যমে নবনির্মিত মুলিবাড়ি ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, পাঁচলিয়া ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, দাতপুর ওভারপাসের দৈর্ঘ্য ৩৫ মিটার দাতিয়া সেতুর দৈর্ঘ্য ৫৬ মিটার।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে- আসনের সংসদ সদস্য সদস্য জান্নাত আরা হেনরী, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সাসেক- প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান, এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সড়ক যোগাযোগে ব্যাপক বিপ্লবীক পরিবর্তন এনেছে। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য দেশের উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ যেন যানজট ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারেন এজন্য দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হলো।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক দিয়ে দেশের উত্তর দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে।

তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ঈদের আগে পরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়, এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী চালকেরা। এই ভোগান্তি এড়াতে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হয়েছে।

মেসেঞ্জার/রাসেল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700