ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

বরিশালে কখন, কোথায় ঈদের জামাত

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৬:৩০, ১০ এপ্রিল ২০২৪

বরিশালে কখন, কোথায় ঈদের জামাত

ছবি : সংগৃহীত

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। একই সময় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বরিশাল মডেল মসজিদে।

ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঢেকে দেয়া হয়েছে ত্রিপল দিয়ে। এতে করে বৃষ্টি হলেও মুসল্লিদের সমস্যায় পড়তে হবে না। এছাড়া নিরাপত্তায় ২৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। খাবার এবং ওজুর ব্যবস্থা করা হয়েছে।

একইভাবে নগরী থেকে শুরু করে জেলা পর্যায়ের মসজিদগুলোতে চলছে ঈদ জামাতের প্রস্তুতি।

এছাড়া নগরীর ৩টি মসজিদে দুটি করে এবং জেলায় ৮ হাজার ৭৩৪টি মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসেন।  

জেলা পর্যায়ে বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই দরবার শরীফ সকাল ৯টায় এবং সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে ‍উজিরপুরের গুঠিয়ায় বায়তুল ‍আমান জামে মসজিদ কমপ্লেক্সে।  

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700