ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

৫ দিন পর ভোমরা বন্দরে কর্মব্যস্ততা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ১৫ এপ্রিল ২০২৪

৫ দিন পর ভোমরা বন্দরে কর্মব্যস্ততা

ছবি : ডেইলি মেসেঞ্জার

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাঁচদিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম।

গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো।

সরজমিনে দেখা যায়, প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথর সহ নানা ধরনের পণ্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমান আছে। পণ্য খালাশের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক।

তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান একাধিক ব্যক্তি। ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো। সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ভারতীয় গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ‘পাঁচদিন ছুটির পর আজ প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক বন্দরে পণ্য খালাসের জন্য ঢুকবে। 

এছাড়াও রপ্তানি পণ্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে যাবে।’

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700