ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো : নেতানিয়াহু

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:৪০, ১৮ এপ্রিল ২০২৪

নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো : নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কীভাবে নিজেদের রক্ষা করা যায়, আমরা সে সিদ্ধান্ত নেব। নিজেদের রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৮ এপ্রিল) ইসরাইলের সীমান্তজুড়ে সংঘাত বৃদ্ধির আশঙ্কার মধ্যেই এবার ইরানের হামলার বিষয়ে এ কথা বলেন তিনি।

এর আগে ইসরায়েলের বিমানবাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানপূর্ব লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহর ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ আক্রমণ করেছে, যা ইসরায়েলের উত্তর সীমান্তজুড়ে সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।

বুধবার ইসরায়েলে সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সমর্থনের জন্য নেতানিয়াহু তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তাদের বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই— আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেব এবং ইসরায়েল রাষ্ট্র নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে।

ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ কাটতে না কাটতেই ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিকঘাঁটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সামরিক সংগঠন হিজবুল্লাহ।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700