ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা পরিষদ নির্বাচন:

৭৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:০১, ২৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:২০, ২৬ এপ্রিল ২০২৪

৭৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি

ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন।

শুক্রবার (২৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

অবশ্য এর আগে থেকে বিএনপি ঘোষণা দিয়েছিল, আসন্ন উপজেলা নির্বাচনে দলের কেউ অংশগ্রহণ করলে তাকে বহিস্কার করা হবে। এছাড়া দলটি নির্বাচন বর্জন করারও ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে দলটির কেন্দ্রীয় নেতারা ভোট বিরোধীও প্রচারণাও নেমেছেন। 

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700