ঢাকা,  বুধবার
০৮ মে ২০২৪

The Daily Messenger

অবশেষে আরামে ঘুমাতে পারলেন ডু প্লেসি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:১৯, ২৬ এপ্রিল ২০২৪

অবশেষে আরামে ঘুমাতে পারলেন ডু প্লেসি

টানা ৬ ম্যাচ পর বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: বিসিসিআই

আইপিএলের প্রথম আসর থেকেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোনো আসরেই শিরোপা জিততে পারেনি দলটি। এবারের আসরে দলটির অবস্থা আরও বেগতিক। প্রথম ম্যাচের মধ্যে কেবল দুটিতে জিতেছে ফাফ ডু প্লেসির দল।

এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছিল আরসিবি। তবে এরপরই টানা ম্যাচ হারতে হয়েছে ডু প্লেসির দলকে। সমালোচনার পাহাড় নিয়ে খেলতে নেমে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আসরের অন্যতম ফেভারিট সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু।

হারের পর হায়দরাবাদের বিপক্ষে জয়ে আসরে টিকে থাকার সম্ভাবনা খুব একটা না বাড়লেও খানিকটা স্বস্তি ফিরেছে আরসিবি শিবিরে। আর তার ইঙ্গিত পাওয়া গিয়েছে দলটির অধিনায়ক ডু প্লেসির কথায়। প্রোটিয়া এই ক্রিকেটার তো বলেই ফেলেছেন, টানা হারের পর এই জয় একটু আরামে ঘুমানোর মতো উপলক্ষ এনে দিয়েছে।

ম্যাচ শেষের পর প্লেসি বলেন, 'এই জয় বড় এক স্বস্তি। যে অবস্থাতেই থাকি না কেন, ম্যাচ জিততে না পারলেও এটা প্রভাবিত করে, মানসিকতা আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আজ রাতে কিছুটা আরামে ঘুমাতে পারব।'

হায়দরাবাদের মাঠে বৃহস্পতিবার প্যাট কামিন্সদের ৩৫ রানে হারিয়েছে বেঙ্গালুরু। এই ম্যাচের আগেই কলকাতার বিপক্ষে মাত্র রানে হেরেছিল তারা। এমন হারের পর এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন প্লেসি।

তিনি বলেন, 'আগের দুই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। হায়দরাবাদ ম্যাচটি ছিল ২৭০ রানের বেশি লক্ষ্যের এবং আমরা ২৬০ পর্যন্ত করতে পেরেছি। এরপর কলকাতা ম্যাচেও ভালো খেলেছি, স্রেফ রানে হেরেছি। আমরা রেকর্ড রান প্রায় তাড়া করেই ফেলেছিলাম। কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে জয় দরকার।'

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700