ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

দলীয় প্রভাব খাটানোর প্রমাণ পেলেই এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৩৭, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:৪৫, ২৭ এপ্রিল ২০২৪

দলীয় প্রভাব খাটানোর প্রমাণ পেলেই এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি বেগম রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংসদ সদস্যরা এলাকায় অবস্থান করতে পারবেন, ভোট দিতে পারবেন কিন্তু কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। এমপি-মন্ত্রীদের জনসভার মঞ্চে প্রার্থী উপস্থিত থাকলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নিলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দেখবেন, আইনগত ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে মতবিনিময় সভায় লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700