ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

নরসিংদীর রায়পুরায় ফরিদা ইয়াসমিনকে গণসংবর্ধনা প্রদান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ২০ মার্চ ২০২৪

নরসিংদীর রায়পুরায় ফরিদা ইয়াসমিনকে গণসংবর্ধনা প্রদান

ছবি : মেসেঞ্জার

নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নির্বাচিত হওয়ায় নিজ এলাকার বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেলে সংরক্ষিত নারী এমপির আগমনে উপজেলার শতাধিক মটর সাইকেল গাড়ি বহর নিয়ে মরজাল বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা চত্বরে নিয়ে আসেন। সময় দলীয় কর্মীরা, বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন।

পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করেন। এর আগে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চিপাঘাট এলাকায় পৌছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসয় উপস্তিত ছিলেন, মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়রাম্যান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, বিপিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উত্তর বাখর নগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর, ইব্রাহিম খলিল, বেলাব উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া,আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেন মেম্বার ,নাট্যশিল্পী আলকাছ মিয়া, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলম আহমেদ দিপু'সহ উপজেলার কয়েক সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নরসিংদী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রায়পুরা সর্ববৃহৎ উপজেলা। প্রবীণ রাজনীতিবীদ রাজি উদ্দিন আহমেদ রাজু সংসদ সদস্যর সাথে পরামর্শ করে অবহেলিত অঞ্চলের উন্নয়নে কাজ করবেন বলে সাংবাদিকদের তিনি জানান।

মেসেঞ্জার/কাউছার/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700