ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ফরিদপুরের সুলভ মূল্যের দুধ ডিম মাংস বিক্রি শুরু 

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৮, ৩ এপ্রিল ২০২৪

ফরিদপুরের সুলভ মূল্যের দুধ ডিম মাংস বিক্রি শুরু 

ছবি : মেসেঞ্জার

'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার' স্লোগানে ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৪ এপ্রিল) শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম তালুকদার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, ডেইলি ফার্ম এসোসিয়েশন, ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন,  এ আয়োজন এর মাধ্যমে জেলার নিম্ন আয়ের মানুষেরা পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ ডিম মাংস সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস জানান, এখান থেকে প্রতি কেজি মাংস ৬০০ টাকায়, প্রতি কেজি দুধ ৬০ টাকায়  এবং ১১ টি ডিম ১০০ টাকায় সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

মেসেঞ্জার/নাজিম/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700