ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:৫৭, ২৭ এপ্রিল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : ডেইলি মেসেঞ্জার

তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরপাড়সহ হলের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ সহ-সহাপতি শাকিউর শাকিল, সাংগঠনিক সম্পাদক মারুফ শাহরিয়ার তালহা, কর্মসংস্থান সম্পাদক পল্লব রানা পারভেজসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক পল্লব রানা পারভেজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ হলের বিভিন্ন স্হানে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে। আমরা সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে আমাদের কাঙ্ক্ষিত সুন্দর সুফলা পৃথিবীকে আরো সুন্দর করতে এবং জলবায়ু বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700