ঢাকা,  শনিবার
১৮ মে ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়ায় বিডি এলিট ক্লাবের বৈশাখী মেলা

বাপ্পী কুমার দাস,মালয়েশিয়া

প্রকাশিত: ১৭:৪৯, ৪ মে ২০২৪

আপডেট: ১৭:৫০, ৪ মে ২০২৪

মালয়েশিয়ায় বিডি এলিট ক্লাবের বৈশাখী মেলা

ছবি : মেসেঞ্জার

বর্ষ বরণ ১৪৩১ ও বৈশাখী মেলায় ও বাংলার সংস্কৃতি তুলে ধরে  (৩ মে) শুক্রবার রাতে বুকিত বিন্তাং ব্যাচেল পয়েন্টে  বিডি এলিট ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

বিডি এলিট ক্লাবের মালয়েশিয়ার প্রথম বারের মত আয়োজিত "বৈশাখী উল্লাস ১৪৩১" উৎযাপন সফল করার লক্ষ্যে  মালয়েশিয়া বুকিত বিনতাং এর ব্যাচেলর পয়েন্ট সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সাংগঠনিক ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান কাঁকন এর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৈশাখী উল্লাস উদযাপন কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন গাজী। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার সম্মানিত উপদেষ্টা দাতুশ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল।

তিনি বলেন মালয়েশিয়াতে এই প্রথম কোন সংগঠন মালয়েশিয়ার আইন ও নিয়মকানুন মেনে বৈশাখী উল্লাস প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা খুবই প্রশংসনীয়।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার বদিউজ্জামান বাবু, মনসুর আল বাসার সোহেল, লাল মোহাম্মদ, রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়, শেখ জহির, রাছেল খান, এম এ রনি, আব্দুল্লাহ আল মামুন, তারিকুল আলম চৌধুরী অভি, নাদিম খান, আশরাফুজ্জামান রনি, রোহান আহমেদ শামীম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন ফাহাদী, নাজমুস সাকিব, লাল্টু বিশ্বাস, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম।

বৈশাখী উল্লাস প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উদযাপন কমিটির ফরিদ উদ্দিন গাজী ও লাল মোহাম্মদ। এসময় তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ সময় আয়োজকেরা জানান বৈশাখী মেলায় বাংলাদেশ থেকে বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের এসে ফ্রীতে প্রবাসীদের বিনোদন দিবে তারা।

মেসেঞ্জার/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768