ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

সাপ আতঙ্কে জাপানি বুলেট ট্রেন পরিসেবা বিলম্বিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:০০, ১৭ এপ্রিল ২০২৪

সাপ আতঙ্কে জাপানি বুলেট ট্রেন পরিসেবা বিলম্বিত

ছবি : সংগৃহীত

জাপানের বহুমুখী বুলেট ট্রেনে সামান্য বিলম্বও বিরল এবং এমনকি আরও অস্বাভাবিক সাপ ঢুকে পড়ে বুলেট ট্রেন পরিষেবাগুলো থামিয়ে দেয়।মঙ্গলবার সন্ধ্যায়, একজন যাত্রী ৪০-সেন্টিমিটার (প্রায় ১৬-ইঞ্চি) একটি সাপ সম্পর্কে নিরাপত্তা কর্মীদের সতর্ক করেছিলেন।

নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সাপ লুকিয়ে থাকার ঘটনায় ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়।

সাপটি বিষাক্ত ছিল কিনা বা কীভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়। তবে যাত্রীদের মধ্যে কোন আঘাত বা আতঙ্ক ছিল না। মধ্য জাপান রেলওয়ের একজন মুখপাত্র এএফপিকে এ কথা জানিয়েছেন। 

বুলেট ট্রেনের যাত্রীরা ট্রেনে কবুতর সহ ছোট কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী আনতে পারেন,কিন্তু সাপ নয়। বুনো সাপ কিভাবে ট্রেনে উঠছে তা কল্পনা করা কঠিন।

মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ট্রেনে সাপ আনার বিরুদ্ধে আমাদের নিয়ম রয়েছে।’ কিন্তু ‘আমরা যাত্রীদের লাগেজ চেক করি না।’ তিনি বলেন, ট্রেনটি মূলত ওসাকা যাওয়াার জন্য নির্ধারিত ছিল, ট্রেনটি প্রায় ১৭ মিনিট দেরি করে। এই ঘটনার পর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়েছে।

মেসেঞ্জার/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700