ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ভারতের পণ্য বর্জন করায় সরকার এত বিচলিত কেন : রিজভী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ মার্চ ২০২৪

ভারতের পণ্য বর্জন করায় সরকার এত বিচলিত কেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী। ছবি : সংগৃহীত

ভারতের পণ্য বর্জন করায় সরকার ও তাদের লোকরা এত বিচলিত কেন? বলে প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন।

নতজানু সরকার ভারতের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, দেশের স্বার্থ নিয়ে সরকার প্রধান তামাশা করছেন। বিএনপি নেতাদের বউরা ভারত থেকে শাড়ি তেমন কেনে না। আর পুরোনো শাড়ি দিয়ে কাঁথাও বানায় না।

রিজভীর বলেন, সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেন কথা বলা যাবে না। এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না?

তিনি বলেন, হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে বন্ধুপ্রতিম দেশ। স্বামী-স্ত্রী সম্পর্ক হলে এমনটা কেন করবে ভারত? এগুলার বিরুদ্ধে কেন কথা বলা যাবে না তাহলে।

তিনি আরও বলেন, বারবার ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে জনগণের সমর্থন ছাড়া। ভারতের পণ্য বর্জনের সামাজিক আন্দোলনে সংহতি জানানো সঙ্গত বলেও দাবি করেন বিএনপির যুগ্ম মহাসচিব।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad