ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

পঞ্চম দিনে ৩ ঘন্টায় পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট বিক্রি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:২৬, ২৮ মার্চ ২০২৪

পঞ্চম দিনে ৩ ঘন্টায় পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট বিক্রি

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এর তিন ঘণ্টার মধ্যে ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়। বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজকে অনলাইনে টিকিট কিনতে ৮২ লাখ বার চেষ্টা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ১৬ হাজার আসন সংখ্যা রয়েছে। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিট গুলো অনলাইনে ছাড়া হবে।

এদিকে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল মিলে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad