ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে চা-বাগান থেকে দুলর্ভ ঘরগিন্নি সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ৩১ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে চা-বাগান থেকে দুলর্ভ ঘরগিন্নি সাপ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ বিশিষ্ট ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় একটি ঘরগিন্নি সাপ সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ঢুকে পড়ে। সাপ দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে পরে।

পরে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ব্যবস্থাপকের বাংলো থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, উদ্ধার করা সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সাপটিকে অফিসে রাখা হয়েছে। সাপটি সুস্থ আছে। এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

মেসেঞ্জার/কাজল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700