ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

মৌলভীবাজারে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন

ছবি : মেসেঞ্জার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানে পর্যটক এবং চা শ্রমিকদের জন্য আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) কাকিয়াছড়া চা বাগানে গভীর নলকূপটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।

সময় উপস্থিত ছিলেন আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান সমন্বয়ক মাসুদ আল আমিন রাজিবআব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট এর সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী এবং কাকিয়াছড়া চা বাগানের জেনারেল ম্যানাজার সৈয়দ সালাউদ্দিন।

চা বাগানে নিরাপদ পানীয় জল ব্যবহার থেকে শ্রমিকরা অনেক পিছিয়ে। এখনো চা-জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষকে প্রতিদিনের চাহিদা পূরণে কুয়া ছড়ার (খাল) পানির ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে। কিন্তু এখন থেকে কাকিয়াছড়া চা বাগানের শ্রমিকদের আর পানির জন্য হাহাকার করতে হবে না।

গভীর নলকূপ স্থাপনসহ পানি সংরক্ষণে আড়াই হাজার লিটারের একটি ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে শ্রমিক পরিবারের পানির সমস্যা মিটবে।

মেসেঞ্জার/মিল্লাদ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700