ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

অবৈধ সম্পদের মামলার আসামি উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রী

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১২:০৩, ১২ মার্চ ২০২৪

অবৈধ সম্পদের মামলার আসামি উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রী

ছবি: মেসেঞ্জার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১১ মার্চ) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক নীল কমল পাল মামলাটি দায়ের করেন। দুদকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান (আতা) এবং তার স্ত্রী ও কুষ্টিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাম্মিয়ারা পারভীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি সাম্মিয়ারা পারভীনের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের ঘোষণা প্রদান না করে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। সম্পদ অর্জনে তার স্বামী আতাউর রহমানের সহায়তার প্রমাণ পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700