ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

নোয়াখালীতে ৬৫০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রি শুরু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ২৬ মার্চ ২০২৪

নোয়াখালীতে ৬৫০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রি শুরু

ছবি : মেসেঞ্জার

প্রধানমন্ত্রীর উপহার সুলভ মূল্যে প্রাণীজ পুষ্টির সমাহার, প্রাণিজ আমিষ গরুর গোশতসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দামে গরুর গোশত বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গরুর গোশতের সাথে আরো রয়েছে ১১০ টাকা দরে এক ডজন ডিম ও ৮০ টাকা কেজি দরে গরুর দুধ। প্রতিজন গ্রাহক সর্বোচ্চ ১ কেজি গোস্ত এক কেজি দুধ ও এক ডজন ডিম ক্রয় করতে পারবে।

মঙ্গলবার (২৬ শে মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান উক্ত কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

স্বল্পমূল্যে গোস্ত বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতা সাধারনের সুবিধার্থে ও শৃঙ্খলা রক্ষায় ভলেন্টিয়ারের সহযোগিতায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গোশত কিনতে দেখা যায় ক্রেতা সাধারণকে। প্রথম দিনে দুটি গরু জবাই করে প্রায় ৩৫০ কেজি গোস্ত বিক্রয় করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সাধারণ মানুষের কাছে এমন সেবা পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। প্রথম দিনে আমরা প্রায় ৩৫০ জন মানুষের মাঝে এই সেবা দিতে পেরেছি। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

মেসেঞ্জার/মাহবুবুর/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700