ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ করায় ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ৩ এপ্রিল ২০২৪

পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ করায় ২ লাখ টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

মেঘের রাজ্য হিসেবে পরিচিত সাজেক ভ্যালির পর্যটনে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের অপরাধে মেঘপল্লী রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাঘাইছড়ি উপজেলা ভ্রাম্যমান আদালত।

হাইকোর্টে রিটের পর বুধবার ( এপ্রিল) সকালে সাজেক ভ্যালির পর্যটনের মেঘপল্লী রিসোর্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময়ে রিসোর্টের মালিক সাহা আলমকে জরিমানা করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য দির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, সাজেক ভ্যালির পর্যটনে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধের মহামান্য হাইকোর্টের রিট আদেশ পাওয়া মাত্রই আমরা অভিযান পরিচালনা করেছি।

ঘটনাস্থলে পৌঁছে মহামান্য হাইকোর্টের আদেশে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে লাল পতাকাও টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গেল এপ্রিল মঙ্গলবার পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের বিষয়ে গণমাধ্যমে উঠে আসে। নিয়ে সামাজিক মাধ্যেম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

পরে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট আবেদন করে।

মেসেঞ্জার/সুপ্রিয়/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700