ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

১৫ বছর অপেক্ষার পর ক্যাকটাস গাছে ফুটল ফুল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ৪ এপ্রিল ২০২৪

১৫ বছর অপেক্ষার পর ক্যাকটাস গাছে ফুটল ফুল

ছবি : মেসেঞ্জার

১৫ বছর অপেক্ষার পর ক্যাকটাস গাছে ফুল ফুটল। বুধবার সন্ধ্যা টার পর প্রথম একটি ফুল ফুটে। পর্যায়ক্রমে গভীর রাতে আরো দুটি ফুল ফুটে। শ্রীমঙ্গল উপজেলার জেরিনটি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজার বাসভবনে ফুলগুলো ফুটে।

সেলিম রেজা বুধবার রাত ১২ টায় প্রতিনিধিকে জানান, প্রায় ১৫ বছর আগে তিনি তার বাসভবনে ক্যাকটাসের চারা লাগিয়েছিলেন। বুধবার সন্ধ্যা টার দিকে তিনি ক্যাকটাস গাছে ফুল ফুটতে দেখেন। তখন তিনি লক্ষ্য করেন, গাছে আরো দুটি ফুল ফোঁটার অপেক্ষায় রয়েছে। পরে গভীর রাতে আরো দুটি ফুল ফুটে।

জানা যায়, বিশ্বে ২৫০০ এর বেশি ক্যাকটাস প্রজাতি আছে। মুলত এটি সুন্দর একটি ফুল। এই ফুল শুধু রাতে ফোঁটে এবং সকালে চুপসে যায়।

অনুসন্ধানে জানা যায়, অদ্ভুত ধরনের উদ্ভিদ ক্যাকটাস। পৃথিবীতে বিভিন্ন আকার-আকৃতির ক্যাকটাস দেখা যায়। এরা সৌন্দর্যে অতুলনীয়। তাই ক্যাকটাসের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক প্রকৃতি প্রেমিক মানুষ বাড়ির আঙ্গিনায় বা ঘরের কোনে এদের ঠাঁই দেয়।

মেসেঞ্জার/কাজল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700