ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

একটানেই জেলের জালে ধরা পড়ল ১৩০ মণ ইলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ৬ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:১২, ৬ এপ্রিল ২০২৪

একটানেই জেলের জালে ধরা পড়ল ১৩০ মণ ইলিশ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামে এক জেলের জালে একটানে ধরা পড়ছে ১৩০ মণ ইলিশ। এসব ইলিশের দাম প্রায় ৪০ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। শনিবার (৬ এপ্রিল) সকালে ওই ১৩০ মণ ইলিশ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে।

জানা গেছে, গত বুধবার (৩ এপ্রিল) সূর্য মাঝিসহ ১৭ জেলে বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামে একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের দাম ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন জেলেরা।

জেলে সূর্য মাঝি বলেন, আমরা সাগরে গিয়ে প্রথম টান দেয়ার পরই জালভর্তি মাছ উঠে। এর আগে কখনো আমাদের জালে এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। আমরা জেলেরা অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে উঠানো হচ্ছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত এক সপ্তাহ ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

মেসেঞ্জার/এএইচ

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700