ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র–গুলিসহ কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ৮ এপ্রিল ২০২৪

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র–গুলিসহ কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি রুমা উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় সাতটি দেশি বন্দুক ২০ রাউন্ড গুলিসহ কেএনএফের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী।

সোমবার ( এপ্রিল) রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুমার বেতেল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাক বিভিন্ন সরঞ্জাসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে সন্দেহভাজন রুমা সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বমও রয়েছেন।

এর আগে গত রোববার রাতে থানচি বান্দরবান সদর এলাকার সুয়ালক চেকপোস্টে অভিযান চালিয়ে কেএনএফ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মেসেঞ্জার/এএইচ

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700