ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

ট্রেনে সন্তান প্রসবকারী নারী ও  নবজাতককে রেলমন্ত্রীর উপহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:৪০, ৯ এপ্রিল ২০২৪

ট্রেনে সন্তান প্রসবকারী নারী ও  নবজাতককে রেলমন্ত্রীর উপহার

ছবি : মেসেঞ্জার

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে সোমবার (৮ এপ্রিল) সন্তান প্রসবকারী নারী স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তানের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন রেলমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্টের অফিসে স্বর্ণা আক্তারের হাতে রেলমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী হস্তান্তর করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।  

এদিকে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করেই স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তান বাড়ি ফিরেছেন। সঙ্গে ছিলেন স্বর্ণা আক্তারের সহোদর। স্বর্ণা ও তার নবজাতকের বাড়ি ফেরার জন্য রেলমন্ত্রীর নির্দেশে একটি ডাবল কেবিনের ব্যবস্থা করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষের আতিথিয়েতায় খুশি ও সন্তোষ্ট বলে উপস্থিত সাংবাদিকদের জানান প্রসূতি স্বর্ণা আক্তার।    

উল্লেখ্য, ঈদ যাত্রায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ একপ্রেস ট্রেনে সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন প্রসূতি স্বর্ণা আক্তার (২০)। প্রসূতি স্বর্ণা আক্তার ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াসিন আরাফাতের স্ত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনটি তখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায়। হঠাৎ ট্রেনের মধ্যেই স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের কনডাক্টর গার্ড তাপস কুমার দে ও অ্যাটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনও চিকিৎসক থাকলে প্রসবের ব্যাপারে সহায়তা চাওয়া হয়। ট্রেনের মাইকে ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার।

এ সময় বগিতে থাকা অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। তা দিয়ে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসক ও একজন প্রশিক্ষিত মিডওয়াইফের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করেই নবজাতকসহ প্রসূতিকে একটি ক্লিনিকে পাঠানো হয়।

অসীম কুমার তালুকদার আরও জানান, সন্তান প্রসবের জন্য স্বর্ণা আক্তারকে রাজশাহীর একটি ক্লিনিকে আনা হচ্ছিল। তার সঙ্গে ছিলেন কয়েকজন নারী ও এক দেবর। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানেই তাদের পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ্য রয়েছেন।

জানা গেছে, ট্রেনে সন্তান প্রসবে তত্ত্বাবধানকারী ডা. নাজমিন আক্তার বগুড়ার টিএমএসএম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে চুয়াডাঙ্গায় নিজের চেম্বারে রোগী দেখেন। নাজমিন আক্তার জানান, তিনিও আলমডাঙ্গা থেকে রাজশাহীতে ফিরছিলেন। যাত্রী ছিলেন ‘ঙ’ বগির পাশের ‘চ’ বগিতেই। ট্রেনটি ভেড়ামারা স্টেশনে আসলে ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানতে চাওয়া হয় ট্রেনে কোনো চিকিৎসক আছেন কি না? একজন নারীর প্রসবে সহায়তা করতে হবে।

ঘোষণা শোনার পর জানতে চাই তিনি কোন বগিতে আছেন। পাশের বগিতে থাকায় দ্রুতই সেখানে চলে যান। গিয়ে দেখেন, সেখানে আরেকজন মিডওয়াইফও রয়েছেন। আর প্রসূতি ভদ্রমহিলা ব্যথায় কাতরাচ্ছিলেন। দু’জনেই বাচ্চা ডেলিভারি করান। যাই হোক, ঘটনাক্রমে একটা খুব ভালো কাজের সাক্ষী হয়ে গেলাম। ওই ঘটনার পর আজ অনেকেই কল দিয়েছেন।’

ট্রেনে কর্তব্যরত পরিচালক (গার্ড) ইলিয়াস কবীর সাংবাদিকদের জানান, সোমবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে। সকাল সোয়া ৯টার দিকে দর্শনা রেলস্টেশনে পৌঁছালে ওই প্রসূতি তার পরিবারসহ ‘ঙ’ নম্বর বগিতে ওঠেন। ট্রেনটি বেলা পৌনে ১১টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে এলে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়।

তাৎক্ষণিকভাবে ট্রেনে কোনো চিকিৎসক আছেন কি না জানতে চেয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজনীন আক্তার দ্রুত ‘ঙ’ নম্বর বগিতে এসে নিজের পরিচয় দেন। পরে তার সহযোগিতায় ১১টা ৪০ মিনিটে একটি ছেলেসন্তান জন্ম দেন ওই নারী।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর একটি ক্লিনিকে পাঠানো হয়।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700