ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আধিপত্য বিস্তারের জেরে চকরিয়ায় দুইজনকে হত্যার অভিযোগ

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ১৭ এপ্রিল ২০২৪

আধিপত্য বিস্তারের জেরে চকরিয়ায় দুইজনকে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত

আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারের চকরিয়ায় মো. সেলিম (৪৩) শফিউল আলম (৪৪) নামে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সেলিমকে মৃত ঘোষণা করেন এবং শফিউল আলমকে গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার সময় পথে শফিউল আলমের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া নবীন ক্লাব এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম (৪৩) চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড নবীন ক্লাব এলাকার নূর মোহাম্মদের ছেলে এবং নিহত শফিউল আলম (৪৪) একই এলাকার আবু সালামের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহেদুল ইসলাম নিহত মো. সেলিমের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। এর জেরে আজ মঙ্গলবার রাত ৮টার দিকে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকার নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাহেদুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। সময় কিরিচ দিয়ে মোহাম্মদ সেলিম শফিউল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত সেলিম নিহত শফিউল আলম দুইজনই হত্যা মামলার আসামি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মেসেঞ্জার/রিদুয়ান/মুমু

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700