ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:০৪, ১৭ এপ্রিল ২০২৪

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

ছবি : মেসেঞ্জার

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১৭ এপ্রিল) রাজধানী ঢাকা ও মেহেরপুরসহ সারাদেশে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার প্রদান, কুচকাওয়াজ প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মেহেরপুর

মেহেরপুরে নানা আয়োজনের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতাদের আসার আগেই অনুষ্ঠান শুরু ও জনসভায় লোকসমাগম কম থাকায় সমালোচনা সৃষ্টি হয়। বুধবার (১৭ এপ্রিল) সকালে সূর্যোদয়েরর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি হয়।

সকাল ৯টার দিকে মুজিবনগর আকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়। বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌সিম এম‌পির সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য।‌ দেন প্রেসি‌ডিয়াম সদস।‌্য কাজী জাফর উল্লাহ। খুলনা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক বিএম মোজাম্মেল হ‌কের সঞ্চালনায় বিশেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন, প্রেসি‌ডিয়াম সদস‌্য এ‌ এইচ এম খায়রুজ্জামান, সি‌মিন হোসেন রি‌মি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক, সাংগঠ‌নিক সম্পাদক এস এম কামাল হো‌সেন এম‌পি, আফজাল হো‌সেন, সদস‌্য গ্লো‌রিয়া সরকার ঝর্ণা, নির্মল কুমার চ‌্যাটা‌র্জি, ফরহাদ হো‌সেন এম‌পি, মুন্নুজান সু‌ফিয়ান, এম এ খালেক, এস এম নাজমুল হক সাগর এম‌পি।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ব‌লেন, ১৭ এ‌প্রিল মু‌জিবনগ‌রে শপথ অনুষ্ঠা‌নের পর
থেকেই বাংলা‌দেশ‌কে আন্তর্জা‌তিক স্বীকৃতির বিষয়‌টি রুপলাভ ক‌রে। সভাপতির বক্তব্যে আ ফ ম বাহা উদ্দিন নাসিম বলেন, অসাম্প্রদা‌য়িক
বাংলাদেশ ও সোনার বাংলা বি‌নির্মা‌ণের প্রশ্নে যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিহত করা হবে। এই হোক মু‌জিবনগর দিবসের শপথ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মু‌জিবনগ‌রকে আন্তর্জা‌তিক মানের মু‌ক্তিযুদ্ধ স্মৃ‌তিকেন্দ্র হিসেবে গড়ে তোলার

প‌রিকল্পনা গ্রহণন করা হয়েছে। যাতে করে মানুষ মুক্তিযুদ্ধের পূর্বের ২৩ বছরের আন্দোলন সংগ্রামের ই‌তিহাস জানতে পারে, মুক্তিযুদ্ধের
ই‌তিহাস সম্পর্কে জানতে পারে। আমরা অ‌চিরেই এই স্মৃ‌তিকেন্দ্র গড়ে তুলবো।

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭এপ্রিল) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ও। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইয়ো) আম্বিয়া আহমদ, সমাজ সেবা কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোসারফ হোসেন সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা।

 

 

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কদুদূছ,জেলা আওয়ামী লীগের সনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন,সহসভাপতি হাজী মোঃহেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা প্রাথমিক। শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ ,ওয়াছেল সিদ্দিকী, প্রমুখ।সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

 

 

শার্শা (বেনাপোল)

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় কলেজে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান। 

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল একটি অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মো: শহীদল ইসলাম আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী। 

 

 

দৌলতপুর (কুষ্টিয়া)

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে আল্লারদর্গায় এমপির বাসভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম হালসানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ সেকেন্দার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী লোটন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষণ স্বপন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, সদস্য ও সাবেক চেয়ারম্যান  হাসিম উদ্দিন হাসু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ, সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল, খলিসাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস, দেওয়ান হাফিজুর রহমান, সদস্য ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা কৃষক লীগের সভাপতি ও আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মোহাম্মদ চঞ্চল,  যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম, আমান উল্লাহ আমান, যুগ্ম-আহ্বায়ক ও দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন প্রমুখ।

মেসেঞ্জার/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700