ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

বাংলাদেশের মূল্যস্ফীতি নেমে আসছে : অর্থমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৫৭, ১৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশের মূল্যস্ফীতি নেমে আসছে : অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতিটা নেমে আসছে। এটা কত রকম ফ্যাক্টর কাজ করছে। কিন্তু আমরা তো সেটি নিয়ে কাজ করছি।

বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়াল্ড ব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক আইএমএফর সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। একটা প্রতিপক্ষ আছে যারা চেষ্টা করে সম্পর্ক যেন খারাপ হয়, ভালো না হয়। আমাদের দেশের যে প্রতিপক্ষ তারা যখন দেখল তারা কিছু করতে পারছে না, মানুষ রেসপন্স করছে না তখন তারা নানা ভায়োলেন্স করে। এগুলো করে কোনো লাভ নেই। কারণ আওয়ামী লীগের যে সমর্থন সেটি এত গভীর এভাবে তা হবে না। জনগণ এগুলো দেখে।

তিনি আরও বলেন, আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এতে অনেক রকম ফ্যাক্টর কাজ করছে।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700