ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

বুয়েটে চার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৬, ২৯ মার্চ ২০২৪

বুয়েটে চার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ক্যাম্পাস। ছবি: হাসান সিকদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের গোপন মিটিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ মার্চ) ক্যাম্পাসে দফা দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে বিকাল সাড়ে টার দিকে শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করে এম রশীদ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুয়েটে বর্তমানে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে ছাত্রলীগ গোপনে ক্যাম্পাসে মিটিং করেছে এমন অভিযোগ আনে সাধারণ শিক্ষার্থীরা।

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের মিটিং প্রসঙ্গে বুয়েট শিক্ষার্থীরা চারটি দাবি তুলে ধরে-

. ঘটনার দিন রাতে যারা প্রটোকল দিচ্ছিল এবং রাজনৈতিক ব্যক্তিদের ঢোকার পথ সুগম করে দিচ্ছিল, তাদের হল বহিষ্কার থেকে চাই।

. বুয়েট প্রশাসন কেন ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের মিটিং করার জন্য রাত ৩টায় পারমিশন দিল তার সুস্পষ্ট ব্যাখ্যা চাই।

. যদি তারা পারমিশন না দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে বুয়েট কী আইনি ব্যবস্থা নিবে এর সুস্পষ্ট জবাব চাই

. আগামীকাল দুপুর ২টার মধ্যে আমাদের সব দাবিগুলো যথাযথভাবে পূরণ না হলে ডিএসডব্লিউ (DSW)অপসারণের জন্য আন্দোলনে নামতে বাধ্য হব আমরা।

এসময় এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত টার্ম ফাইনাল এক্সামসহ সকল একাডেমিক কার্যক্রম বয়কটের ঘোষণাও দেয় তারা।

মেসেঞ্জার/হাসান/হাওলাদার

dwl
×
Nagad