ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২৭ এপ্রিল ২০২৪

ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (বিজ্ঞান) ‘ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইবি কেন্দ্রে এবার ,৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপস্থিতি ছিলো আশাাব্যঞ্জক।

পরীক্ষা শুরুর পর ভাইস চ্যান্সেলর প্রফেসর . শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় অস্থায়ীভাবে নির্মিত অভিভাবক কর্ণারসহ বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকান্ডগুলো ঘুরে দেখেন। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

পরে ভাইস চ্যান্সেলর বিভিন্ন অনুষদ ভবনের পরীক্ষার রুমগুলো ঘুরে দেখেন এবং সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তার সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর . মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর . মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।

মেসেঞ্জার/রিয়াদ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700