ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

সমাবর্তনের দোহাই দিয়ে সনদ আটকানো যাবে না : শিক্ষা মন্ত্রণালয়

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:০৬, ২৬ এপ্রিল ২০২৪

সমাবর্তনের দোহাই দিয়ে সনদ আটকানো যাবে না : শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

সমাবর্তন না হওয়ার দোহাই দিয়ে স্নাতক স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংক্রান্ত নির্দেশনা পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে।

জানা যায়, মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না-থাকা, ইউজিসি মন্ত্রণালয়ের বিধিবিধান না-মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার।

অজুহাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখার অভিযোগ রয়েছে।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700