ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে ৭ দিন ছুটি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৪০, ২০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:৪০, ২০ এপ্রিল ২০২৪

তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে ৭ দিন ছুটি

ছবি: সংগৃহীত

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে এমন তথ্য জানান মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, সারা দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল যথারীতি খুলবে। শিগগির বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিলথেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এর আগে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700