ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ এপ্রিল ২০২৪

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের 'এ' ইউনিট বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত  উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পবিপ্রবি কেন্দ্রে সর্বমোট ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।দুপুর ১২ টা ১০মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত  হলসমূহ পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস এবং জনসংযোগ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার চিফ প্রফেসর চিন্ময় বেপারী উপস্থিতির হার ৯২ শতাংশ নিশ্চিত করেন।

আগত ভর্তি পরীক্ষার্থীদেরকে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, ডাবের পানি সরবরাহ করেন। 

হলসমূহ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সারাদেশে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পবিপ্রবি সাংবাদিক সমিতি, পবিপ্রবি রোভার স্কাউটস, পবিপ্রবি বিএনসিসি, মেডিকেল টিম, আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যসহ সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মেসেঞ্জার/তুহিন/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700