ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

দল থেকে বাদ পড়লেন স্টার্ক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:৫৯, ২৬ এপ্রিল ২০২৪

দল থেকে বাদ পড়লেন স্টার্ক

ছবি: সংগৃহীত

এবারের আইপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন মিচেল স্টার্ক। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে রেকর্ড দামে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি অজি তারকা। বল হাতে টানা ব্যর্থ হওয়ার পর এবার দল থেকে বাদ পড়েলন স্টার্ক।

আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে ২৪ কোটি রূপিতে স্টার্ককে দলে টেনেছিল কলকাতা। তবে যতোটা সাড়া ফেলে তাকে দলে টানা হয়েছে, মাঠে তার সিকিভাগও করে দেখাতে পারেননি দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই তারকা।

কেকেআরের জার্সিতে নিজের প্রথম দুই ম্যাচে কোনো উইকেট ছাড়াই ১০০ রান দেন স্টার্ক। তবে এরপরেও তারকা ক্রিকেটারের ওপর আস্থা রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরের তিন ম্যাচে খানিকটা ঘুরেও দাঁড়িয়েছিলেন স্টার্ক। লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ২৮ রানে উইকেট নিয়ে দিয়েছিলেন ফর্মে ফেরার ইঙ্গিত। তবে পরের দুই ম্যাচে আবারও একই চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে তো আরেকটু হলেই অঘটনের জন্ম দিয়ে ফেলতেন স্টার্ক। শেষ বলে ২১ রান ডিফেন্ড করতে গিয়ে বোলিং অলরাউন্ডার কারান শর্মার কাছে পরপর তিন বলে ছক্কা খান। শেষমেশ কলকাতা ম্যাচটা জিতলেও টনক নড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আসরে প্রথমবারের মতো বাদ পড়েছেন স্টার্ক। তার বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার দুশমন্থ চামিরাকে নিয়েছে কলকাতার দলটি।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700