ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

চাঁদপুরে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৩

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ৬ মে ২০২৪

চাঁদপুরে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৩

ছবি : মেসেঞ্জার

চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যান সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা আবু তাহের মোল্লা (৫৫) তার ছেলে মামুন মোল্লা (২৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো যাত্রী।

সোমবার ( মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মোল্লা তার ছেলে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা।

আহতরা হলেন নিহত আবু তাহের মোল্লার আপন বড় ভাই কেরামত আলী (৭০), স্থানীয় ইউপি সদস্য শাহ আলম (৪০) আবু তাহের মোল্লার মেয়ের জামাই মনির হোসেন (৩০) তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা নিহতদের স্বজন আল-আমিন জানায়, ঘটনার সময় নিহত বাবা-ছেলেসহ জন অটোরিকশা করে চাঁদপুর সদরে সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন।

ওই সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। আর আহতদেরকে চাঁদপুর সরকারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে। আমরা নিহত এবং আহতদের পরিচয় জানতে পেরেছি। নিহতরা এবং আহত সকলে গরুর ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান সিএনজি চালিত অটোরিকশা থানা হেফাজতে আছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দিকে দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

মেসেঞ্জার/আজাদ/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768