ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গ্রিড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গ্রিড

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে। জাতিসংঘের পরমাণু সংস্থা (আইএইএ) শনিবার বলেছে, গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন থাকায় কেন্দ্রটির ঝুঁকি আরো বেড়েছে। গোলাগুলির কারণে সেপ্টেম্বর থেকে রাশিয়ান-অধিকৃত প্লান্টটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে  পড়ে।

আইএইএ বলেছে, ‘পুনরুদ্ধার করা ৭৫০ কিলোভোল্ট (কেভি) লাইনটি এখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। চুল্লি শীতলকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা ফাংশনগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।গ্রিড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্টেশনটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার জন্য তার নিজস্ব বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভর করছিল।

প্লান্টের অভ্যন্তরীণ শক্তি ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। মার্চ মাসে রাশিয়ান সৈন্যরা জাপোরিঝিয়া দখল করে নেয় এবং প্লান্টের চারপাশে গোলাবর্ষণের পর থেকে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে আইএইএ বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আইএইএ টিমের বেশ কয়েকজন সদস্য স্থায়ী ভিত্তিতে প্লান্টের অঞ্চলের ভিতরে অবস্থান করছেন।

ডেইলি মেসেঞ্জার/এমএএস

dwl
×
Nagad