ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আবারও চড়া আলুর দাম, কেজিতে বেড়েছে ১০ টাকা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:৪৭, ২৯ মার্চ ২০২৪

আবারও চড়া আলুর দাম, কেজিতে বেড়েছে ১০ টাকা

ছবি : সংগৃহীত

বাজারে আবারও চড়া আলুর দাম। প্রতি কেজি আলুর দাম বেড়েছে থেকে ১০ টাকা।

শুক্রবার (২৯ মার্চ) কয়েকটি বাজার ঘুড়ে দেখা যায় আবারও অস্থির হয়েছে আলুর বাজার।

কেজিতে থেকে ১০ টাকা বেড়ে খুচরা পর্যায়ে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৩৫-৪০ টাকা কেজিতে। আর পাইকারি পর্যায়ে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়।

বিক্রেতারা দাবি করছেন, বাজারে সরবরাহ কম থাকায় আড়ত থেকে বাড়তি দামে আলু কেনায় খুচরা বাজারেও দাম বাড়ছে। তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

জানা যায়, গত বছর কোল্ড স্টোরেজে যেসব আলু সংরক্ষণ করা হয়েছিল সেগুলো থেকে ১২ টাকা কেজি দরের আলু ছিল। এবার যেগুলো রাখা হচ্ছে সেগুলো ২৫ থেকে ৩০ টাকায় কেনা। কৃষকরা এবার এই দামে আলু বিক্রি করেছেন। কয়েকগুণ বেশি দাম দিয়ে কেনা এসব আলু যখন বাজারে আসবে তখন এর দামও বেশি হবে।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad