ঢাকা,  শুক্রবার
১০ মে ২০২৪

The Daily Messenger

ঢাকা মাওয়া এক্সপ্রেসওতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

নিয়ম মেনে সার্ভিস লাইনে চলবে মোটরসাইকেল : বিআরটিএ চেয়ারম্যান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:৪৯, ২৭ এপ্রিল ২০২৪

নিয়ম মেনে সার্ভিস লাইনে চলবে মোটরসাইকেল : বিআরটিএ চেয়ারম্যান

ছবি : মেসেঞ্জার

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ।

এ সময় মাত্র অতিরিক্ত গতি,ওভার ট্রাকিং ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করা সহ নানা অনিয়মের অভিযোগে যাত্রীবাহী বাসের চালক ও প্রাইভেট কার সহ ১১টি যানবাহনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের তিনটি পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন বিআরটিএর এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত সহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো:মোস্তাফিজুর রহমান।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শীঘ্রই কঠোর পদক্ষেপে যাচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায়। শীঘ্রই সিসিটিভির মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে মহাসড়কে।

এছাড়া প্রথম দিনের অভিযানে ফুটওভার ব্রিজ ব্যবহারে যাত্রী ও পথচারীদের অনীহা ও যানবাহনের ওভার ট্রাকিং সহ অতিরিক্ত গতিতে চলাচলের চিত্র চোখে পড়েছে ফলে দ্রুত এসব বিষয়কে গুরুত্ব দিয়ে যানবাহন ও চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ীভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীঘ্রই মহাসড়কের মূল সড়কের মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে এই বিষয়ে প্রস্তুতিও নেয়া হচ্ছে - তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল। কারন গত এক বছরের মহাসড়কের দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি দুর্ঘটনা স্বীকার হয়েছে মোটরসাইকেল চালক ও যাত্রীরা,যার সংখ্যা প্রায় ৪০ শতাংশেরও বেশি।

অন্যদিকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো:মোস্তাফিজুর রহমান বলছেন,মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা শিকার হয়েছেন মোটরসাইকেল আরোহীরা।

ফলে শীঘ্রই মহাসড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আইনগত পদক্ষেপ নেয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে। এছাড়া স্প্রিট গানের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে পদ্মা সেতুর উভয় প্রান্তে মহাসড়কে বৃদ্ধি করা হচ্ছে হাইওয়ে পুলিশের নজরদারি।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান বিআরটিএর চেয়য়ারম্যান (গ্রেড-১) অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো:মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিআরটিএ-র সদর কার্যালয়ের আদালত-০৪ এর ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এসব অভিযান পরিচালনা করেন। এসময়ে মহাসড়কে ৯৫ থেকে ১১৫ গতিতে যেসব যানবাহন চলাচল করে সেগুলোতে জরিমানার করা হয়েছে। এতে ১১ টি যানবাহন থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন,সম্প্রতি ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়কে যানবাহনের দ্রুত গতির কারনে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ার ফলে প্রানহানী সহ পঙ্গুত্ব বরন করতে হচ্ছে অসংখ্য মানুষকে এটিকে গুরুত্ব দিয়ে এমন জোরালো ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন, ঢাকা সার্কেলের বিআরটিএর সহকারী পরিচালক মো: মুছা, হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ, বিআরটিএর মুন্সিগঞ্জের মটোরযান শাখার পরিদর্শক মো: সাখাওয়াত হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মেসেঞ্জার/শুভ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700