ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ঝিনাইদহে পারিবারিক বাগান স্থাপনের জন্য উপকরন বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ১০ মার্চ ২০২৪

ঝিনাইদহে পারিবারিক বাগান স্থাপনের জন্য উপকরন বিতরণ

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১৬০জন কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে রোববার (১০মার্চ) বিকালে উপজেলা কৃষি অফিস চত্তরে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাহবুব আলম রনি, অতিরিক্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়া।

১৬০ জনকে এই প্রকল্পের আওতায় বীজ, গাছের চারা, কম্পোষ্ট সার, নেটসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার জন্য উপজেলার ১৬০ জনের মাঝে এই উপকরন বিতরণ করা হয়।

তিনি জানান, উপকরনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সবজি বীজ, সার, ফলজ গাছের চারা, নেট কৃষকদের দেওয়া হয়েছে।

মেসেঞ্জার/বিপাশ/আপেল

dwl
×
Nagad