ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

কক্সবাজারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক দুই

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক দুই

ছবি : মেসেঞ্জার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে কক্সবাজারে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) কক্সবাজার সিটি কলেজের সমাজ বিজ্ঞান ভবনের ৪০২ নম্বার কক্ষ থেকে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক দুই জন হলেন- জেলা সদর উপজেলার খুরুশকুলের নুরুল হক চকরিয়ার উপজেলার তৌহিদুল ইসলাম।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পরে পুলিশের মাধ্যমে সন্দেভাজন দুই জনকে তল্লাশী করলে হাতের বাহুর নিচে লুকানো অবস্থায় একটি টু ওয়ে কানেক্টেড ডিভাইস পাওয়া যায়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমাসহ পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।

সদর মডেল থানার (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেসেঞ্জার/রাসেদুল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700