ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে ২১ ঘন্টায় ১৪৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৬ মে ২০২৪

শ্রীমঙ্গলে ২১ ঘন্টায় ১৪৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে রোববার বিকেল ৩টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২১ ঘন্টায় ১৪৩. মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩. ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

রোববার বিকেল টা থেকে আকাশে কালো মেঘ জমতে থাকে। অন্ধকার হয়ে আসে চারদিক। সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘন্টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। বৃষ্টির সাথে হয়েছে শিলাবৃষ্টিও।

এরপর রোববার রাত থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৮৯. মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। শীতল হাওয়া জনজীবনে শান্তির পরশ বুলিয়ে যায়। এদিকে বৃষ্টির অভাবে খরার কবলে পড়েছিল দেশের অন্যতম চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গল।

রেড স্পাইডার হেলোপেলটিস মশার আক্রমন দেখা দিয়েছিল। চা গাছ ঝলসে পাতা কুঁকড়ে যাচ্ছিল। বৃষ্টি চা উৎপাদক মহলে এনে দিয়েছে স্বস্তি।

মেসেঞ্জার/কাজল/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768