ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে, স্কুলশিক্ষার্থী আহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ মে ২০২২

পটুয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে, স্কুলশিক্ষার্থী আহত

ছবি : সংগৃহীত।

পটুয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের সরকারি কলেজ রোডের বিএডিসির সামনে এ ঘটনা ঘটে। এ সময় পথচারী মেহেরীন আফরোজ শারিকা নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিক্ষার্থীর বাবা একেএম মিজানুর রহমান জানান, তিনি তার দুই মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সরকারি কলেজের সামনে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীরা একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছিল। পরে শহিদুল নামে একজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মেয়ে শারিকা এবং তিনি আহত হন। ঘটনার পরপরই ছাত্রদল নেতা আল আমিনের বাসা থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়াকে কটূক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বাঁধঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি সরকারি কলেজ রোডের বিএডিসির সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিষ কুমার হৃদয় জানান, দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি। তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আজ ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তাদের বাধা দিলে উল্টো তারা আমাদের ধাওয়া দেয়।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার জানান, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএডিসির সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে তারাও পাল্টা ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তার বাসা থেকে ৩টি মোটরসাইকেল নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

ডিএম/আরডব্লিউ

dwl
×
Nagad