ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ইসরায়েলের মতো ইউক্রেনেও মিত্রদের সহায়তা চায় জেলেনস্কি

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:২০, ১৭ এপ্রিল ২০২৪

ইসরায়েলের মতো ইউক্রেনেও মিত্রদের সহায়তা চায় জেলেনস্কি

ছবি: সংগৃহীত

আকাশপথে হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের মতো ইউক্রেনেরও মিত্রদের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (১৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। খবর রয়টার্সের।

বিশ্ব দেখেছে এ হামলা (ইরানের হামলা) মোকাবিলায় ইসরায়েল একা ছিল না। আকাশপথে এসব হামলা তার মিত্ররাও প্রতিহত করেছে।

এছাড়াও ভিডিও বার্তায় জেলেনস্কি ফের মার্কিন কংগ্রেসকে গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ অনুমোদনের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক টানাপোড়নের কারণে এ অনুদান বেশ কয়েক মাস ধরে আটকে আছে।

ইউক্রেন বাহিনী প্রতিনিয়তই রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হচ্ছে। শুধু সেনাবাহিনীই নয়; ইউক্রেনের বিভিন্ন শহর ও স্থাপনাতেও ভয়াবহ ক্ষতি করছে রুশ বাহিনীর হামলা।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সে সময় ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ কামিকাজ ড্রোন সরবরাহ করে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ও বিভিন্ন অবকাঠামোতে আঘাত করতে এসব ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700