ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় নারী দল বাংলাদেশে

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৪৪, ২৩ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় নারী দল বাংলাদেশে

সিলেটের মাটিতে পা রাখলে ভারতের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ছবি: বিসিবি

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় নারী দল। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সিরিজের ভেন্যু শহর সিলেটে এসে পৌঁছান হারমানপ্রীত কৌররা। এই সিরিজের মধ্য দিয়ে দুই দলই তাদের বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেবে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে সন্ধ্যা ৬টায় শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মূল মাঠে।

গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ভারতের নারী দল। তখন টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তখন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের আচরণ নিয়ে বেশ সমালোচনা করা হয়। এর আগেও ২০১৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত নারী দল।

বাংলাদেশ দলের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিঙ্কি।

ভারতের স্কোয়াড:

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিকা ঘোষ (উইকেটকিপার), ইয়াশতিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700