ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

পঞ্চম দিনে ১০ ঘণ্টায় ট্রেনের ৪৫ হাজার টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ২৮ মার্চ ২০২৪

পঞ্চম দিনে ১০ ঘণ্টায় ট্রেনের ৪৫ হাজার টিকিট বিক্রি

ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষ্যে পঞ্চম দিনের মতো আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় সাড়ে ৪৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির এক সূত্রে তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারাদেশে টিকিট বিক্রি হয়েছে ৪৪ হাজার ৯৫২টি। এছাড়া ঢাকা থেকে বহির্গামী টিকিট বিক্রি হয়েছে ২৭ হাজার ৯০০টি।

আরও জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৮২ লাখ ৫০ হাজার টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। সময় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। এবং দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ৭৪ লাখ ৫০ হাজার টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। সময় বিক্রি হয়েছে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700