ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

রাজধানীতে পারিবারিক কলহের জেরে রিকশাচালকের আত্মহত্যা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:৫২, ২৮ মার্চ ২০২৪

রাজধানীতে পারিবারিক কলহের জেরে রিকশাচালকের আত্মহত্যা

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাহীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আট তলায় পারিবারিক কলহের জেরে মো. মুমিন (১৯) নামে এক যুবক গলায় আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মো. মুমিন পেশায় রিকশাচালক ছিলেন। খিলগাঁও থানার সিপাইবাগ নম্বর গলির ২৬৯/ নাম্বার বাসার নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম মো. সোহেল।

নিহতের প্রতিবেশী আলী বলেন, মুমিন পারিবারিক কলহের জেরে নির্মাণাধীন ভবনের আট তলায় গিয়ে আত্মহত্যা করেন। পরে ভবনের লোকজন দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত আছে।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad